ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

জর্দান সীমান্ত খুলে দিল সিরিয়া

প্রকাশিত : ০৯:৫১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

তিন বছর পর জর্দানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে সিরিয়া। গতকাল শনিবার সিরিয়ার পরিবহন বিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জর্দান সীমান্তের নাসিব ক্রসিং পয়েন্ট খুলে দেওয়া হয়েছে। এতদিন সীমান্তটি বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের কারণে বন্ধছিল।

জর্দান সরকারের মুখপাত্র জুমানা গুনাইমাত বলেছেন, জাবের নাসিব ক্রসিং এখনো বন্ধ রয়েছে। তিনি দাবি করেন, এ সীমান্ত এখনো পণ্য পরিবহন ও লোকজন চলাচলের জন্য খুলে দেওয়া হয় নি। 

২০১৫ সালে এলাকাটি দখলে নেওয়ার পর সন্ত্রাসীরা নাসিব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। এর আগে এ ক্রসিং পয়েন্ট ছিল সিরিয়া, জর্দান, লেবানন ও পারস্য উপসাগরীয় কয়েকটি দেশের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/