ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

বান্দরবানে ‘গোলাগুলিতে’ ৩ ডাকাত নিহত

প্রকাশিত : ১০:১৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১০:১৬ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিন ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিজেদের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।

রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাইশারী এলাকার থ্রি-স্টার রাবার বাগানের পাশে দ্বিন মোহাম্মদের এলাকায় এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আব্দুস সোবাহানের ছেলে আনোয়ার, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার নুরুল হকের ছেলে আব্দুল হামিদ ও সুপারিকাটা এলাকার সৈয়দ হোসেনের ছেলে মো. বাপ্পি ।

ওসি শেখ আলমগীর জানান, রোববার ভোর ৫টার দিকে ডাকাতি শেষে মালামাল ভাগভাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন ডাকাতরা। এতে গোলাগুলির পর তিনজন নিহত হন। পরে সেখানে তিনজনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

একে//