ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

তাসলিমা নাসরিন

‘আমার বোন আপ্যায়নের বেলায় প্রাচীনপন্থী’

প্রকাশিত : ১১:১৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। বিতর্কিত এই লেখিকা এখন ভিন দেশে। তবে সেখান থেকে নিয়মিত দেশের খবর রাখেন, দেশের সমসাময়িক বিষয় নিয়ে কলম ধরেন। নিজের ফেসবুকে প্রায় প্রতিদিনই তিনি বিভিন্ন ইস্যুতে প্রকাশ করেন নিজের মনের কথা। যা প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। লাইক, মন্তব্য ও পাল্টা সমালোচনায় ভরে ওঠে কমেন্ট বক্স।

সেই ধারাবাহিকতায় গতকাল তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লেখেন-

‘আমার বোন আপ্যায়নের বেলায় একেবারেই প্রাচীনপন্থী। আমার মা`র মতো। ওর কাছে থাকলে দু` সপ্তাহে দশ পাউণ্ড ওজন বাড়ে আমার। এক মাসে কুড়ি পাউন্ড। কোনো এককালে মিষ্টি পছন্দ করতাম বলে আমাকে প্রতিদিন দশটা করে মিষ্টি খাওয়াবে। কবে একদিন দেখেছে একটি তেলেভাজা পছন্দ করে খেয়েছি। ব্যস, সারাদিন রান্নাঘরে আমার জন্য এটা ভাজছে, ওটা ভাজছে। একদিন চিপ্সে একটা কামড় দিয়েছি, অমনি দশ প্যাকেট চিপ্স কিনে আমার পাশে সাজিয়ে রেখেছে। কত বলি আমার ডায়বেটিস, কে শোনে কার কথা। আমার মাও নানার ডায়বেটিস জেনেও নানাকে মিষ্টি খাওয়াতো। এই যে আমার বোন প্রতিবারই দশ পাউণ্ড কুড়ি পাউণ্ড বাড়িয়ে দেয় আমার ওজন, এসব কমাতে আমার যে জান বেরিয়ে যায়, তা কি সে দেখে?’

এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘অতীতের সেই খাওয়া দাওয় তোমাকে বিচলিত করছে।এখন হয়তো কেউ আদর করে আর বলে না,এসো আর একটু খেয়ে নাও।এটাই হয়তো জীবনের চলার পথে খন্ডচিত্রের মত এক একটা গল্পগাথা। ভাল থেকো যতদিন থাকা যায় ভাল।’

আবার কেউ মন্তব্য করেছেন, ‘ভালবাসার আ‌রেক নাম বিড়ম্বনা। বিপদ বল‌লেও ভুল হ‌বে না। ত‌বু বিপদমাখা এ ভালবাসার বিকল্প কোথাও পা‌বেন না। মা নেই। এটা বড় বো‌নের প্র‌তি যে ছোট বো‌নের মাতৃভ‌ক্তি বৈ আর কিছু নয়।’

উল্লেখ্য, এর আগে একটি স্ট্যাটাসে এই লেখিকা লেখেন- ‘বাংলাদেশ ছেয়ে গেছে হিজাবে, বোরখায়। আমি অবাক হবো না যদি এখন এমন আইন তৈরি করা হয়, আপাদমস্তক বোরখায় না ঢেকে বাড়ির বাইরে বেরোনো মেয়েদের জন্য নিষেধ। অবাক হবো না যদি দেখি বোরখায় আপাদমস্তক না ঢেকে বেরোলে সৌদি আরবের মতো পুলিশ চাবুক মারবে মেয়েদের, অথবা জেলে ঢুকিয়ে দেবে।’

এসএ/