ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪,   বৈশাখ ২৯ ১৪৩১

একতরফাভাবে পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবো না: উত্তর কোরিয়া

প্রকাশিত : ০২:০৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

ওয়াশিংটন যতদিন উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রাখবে ততদিন পিয়ংইয়ং ‘কোনো অবস্থাতেই’ একতরফাভাবে নিজেদের পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো।

গতকাল শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রেখে মার্কিন সরকার নিজের প্রতি পিয়ংইয়ং-এর অবিশ্বাস আরো গভীর করে তুলছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কারণে আমরা জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেব না এবং আমরা আগে আমাদেরকে নিরস্ত্র করব না ‘

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ‘উল্লেখযোগ্য মাত্রায়’ সদিচ্ছার পরিচয় দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রি বলেন, পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখা, পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেওয়া এবং পরমাণু অস্ত্র ও প্রযুক্তির বিস্তার না ঘটানোর প্রতিশ্রুতি দেওয়ার মতো ইতিবাচক পদক্ষেপ নিয়েছে পিয়ংইয়ং। কিন্তু এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো পাল্টা পদক্ষেপ দেখতে পায়নি উত্তর কোরিয়া ।’

উল্লেখ্য, গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সেখানে তিনি কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার মৌখিক প্রতিশ্রুতি দেন। তবে এর পরিবর্তে যুক্তরাষ্ট্রকে উত্তর কারিয়ার বিরুদ্ধে বিদ্বেষী আচরণ পরিহার করার আহ্বান জানান।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/