ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   চৈত্র ৩১ ১৪৩২

নড়াইলে পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল:

প্রকাশিত : ১১:২৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১১:২৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

নড়াইলে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্স মিলনয়াতনে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) ইশতিয়াক আহমেদসহ নড়াইলের চারটি থানা এবং পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তারা। সভায়, সার্বিক আইন-শৃঙ্খলাপরিস্থিতিসহ পুলিশের অভ্যন্তরীণ কল্যাণমূলক কাজের বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

এফকে/ এমজে