ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২০ ১৪৩২

প্রশিক্ষনার্থী শিক্ষিকাকে লাঞ্চিত করার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৪ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০৯:৫৩ এএম, ২৪ আগস্ট ২০১৬ বুধবার

প্রশিক্ষনার্থী শিক্ষিকাকে লাঞ্চিত করার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। তারা জানায়, গতকাল পারলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান পরিদর্শক ফেরদৌসী জামান। পাঠদানের সময় শ্রেনীকক্ষে বোর্ডপিন না থাকায় তিনি শিক্ষিকা মিতা মন্ডলকে উল্টো দিকে দাঁড় করিয়ে তার কাপড়ের সাথে সেফটিফিন দিয়ে উপকরণ লাগিয়ে  শিশুদের পাঠ দান করান। বিকেলে মিতা বিষয়টি তার সহকর্মীদের জানান। এ বিষয়ে অভিযুক্ত ফেরদৌসী জামান জানান, মজা করার জন্য এটা করা হয়েছিল। কিন্তু বিষয়টি এতদুর গড়াবে তা তিনি বুঝতে পারেননি। টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের তত্বাবধায়ক জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।