ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫,   বৈশাখ ২০ ১৪৩২

জবির ছাত্রদল থেকে চারজন বহিষ্কার

জবি সংবাদদাতা

প্রকাশিত : ০৮:১০ এএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের চার জন নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয়  দফতর সম্পাদক  মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক কাওসার, সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

উল্লেখ্য, গত রোববার  দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা থেকে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে। এ সময় মঞ্চের সামনে জায়গা দখলকে কেন্দ্র করে এবং পূর্ব-বিরোধের জের ধরে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা মঞ্চের পেছনে লাঠিসোটা নিয়ে একে অপরের দিকে ছুটে যায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

একে//