ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

ইন্দোনেশিয়ায় সুনামি: গির্জায় ৩৪ শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:০৭ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর একটি গির্জা থেকে ৩৪ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার  আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তবে নিহত ওই শিক্ষার্থীদের পরিচয় ও বয়স এখনও শনাক্ত করতে পারেনি উদ্ধারকারী দল।

এর আগে গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সুলাওয়েসি দ্বীপের পালু শহরের কাছে ধারাবাহিক ভূমিকম্পের পর ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে জারি করা হয় সুনামি সর্তকতা। পরবর্তীতে ওই অঞ্চলে প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আছড়ে পড়ে। ভূমিকম্পের আঘাতস্থল পালু শহরের গির্জার নিচে নতুন করে ৩৪ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে ইন্দোনেশিয়ার এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১২শ ছাড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্প ও সুনামির কারণে ১৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি।তবে ডংগলা ও পালু শহরে ২৪ লাখ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন পড়বে বলেও জানায় সংস্থাটি। 

সূত্র: রয়টার্স ও এএফপি

এমএইচ/