ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১ ১৪৩২

শুটিং শুরু হচ্ছে ‘শাহেন শাহ’র

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

বেশ কয়েকবার তারিখ পেছানোর পর অবশেষে শুটিং শুরু হচ্ছে শাকিব খানের ‘শাহেন শাহর। আগামী ১৯ অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।

এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে ‘শাহেন শাহ’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোন এক অদৃশ্য কারণে তা শুরু করা সম্ভব হয়নি।

বর্তমানে শাকিব খান ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শিরোনামে একটি সিনেমার শুটিং করছেন। যদিও সিনেমার নাম বদল করা হবে বলে জানিয়েছেন পরিচালক। মাঝে এর নাম ‘কালপ্রিট’ বলা হলেও এই নামটিও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

শাপলা মিডিয়া প্রযোজিত ও শাহিন-সুমন পরিচালিত এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নায়িকা শবনম বুবলী।

এ দিকে ‘শাহেন শাহ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন রোদেলা জান্নাত। এছাড়া আরও অভিনয় করছেন নুসরাত ফারিয়া।

‘শাহেন শাহ’ সিনেমার প্রযোজক সেলিম খান বলেন, ‘আমরা আসলে কিছু সমস্যার কারণে সিনেমার শুটিং পিছিয়েছিলাম। এরই মধ্যে আমরা আমাদের কাজগুলো গুছিয়ে নিয়েছি। আশা করছি, আগামী ১৯ অক্টোবর থেকে এর শুটিং শুরু করব। টানা কাজ করে আমরা কাজটি শেষ করতে চাই।’

এসএ/