ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

মাল্টা চাষে বদলে যাচ্ছে রংপুরের কৃষকদের জীবন (ভিডিও)

প্রকাশিত : ১০:১০ এএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৩ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

রংপুরে বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে মাল্টার। গুনগত মান আর মিষ্টি এবং সুস্বাদু হওয়ায় এর চাহিদাও বেড়েছে।  মাল্টা চাষ লাভবান হওয়ায় উৎসাহিত হচ্ছেন অন্যরাও।

পুরো বাগানজুড়ে মাল্টা। প্রতিটি গাছে ৫০ থেকে ৭০টির ফল।

মাটি মাল্টা চাষের উপযোগী হওয়ায় মিঠাপুকুর, রানীপুকুর এলাকায় প্রথম মাল্টার আবাদ শুরু হয়। দু’বছর পর গাছে ফল ধরা শুরু করেছে। যার গুনগত মানও ভালো। কৃষকরা বলছেন, মাত্র ২০ হাজার টাকা খরচ করে ২ লাখ টাকারও বেশী মাল্টা বিক্রি হবে এবার।

আর্থিকভাবে লাভবান হওয়ায় এখন মিঠাপুকুরের বিভিন্ন এলাকায় ৩৬টি মাল্টা বাগান গড়ে উঠেছে। দিন দিন আবাদ বাড়ছে।

মাল্টা চাষের সফলতা দেখে আশেপাশের কৃষকরাও উৎসাহিত হচ্ছেন।

কৃষি বিভাগের সহায়তা পেলে ব্যাপকভাবে মাল্টার আবাদ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে এই ফলটির আমদানি নির্ভরতা কমবে বলেও জানান তারা।