ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

সব আয়োজন তরুণদের জন্য: শেখ হাসিনা

প্রকাশিত : ১২:০১ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আমাদের সব আয়োজন তরুণদের জন্য। ভবিষ্যত প্রজন্ম যেন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সুন্দর ও নিরাপদ ভবিষ্যত পায় সেজন্য কাজ করছে সরকার।

আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যত ধাপে ধাপে এগোবে। তাদের হাতে দেশের ভবিষ্যত। তিনি বলেন, শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশ ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত হতে পারবে না। তাই আমাদের উন্নয়ন পরিকল্পনায় শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল দেশের তরুণ ছেলেমেয়েরা যেন সুশিক্ষা পায় যেটি তার জীবন জীবিকার পথ উন্মুক্ত করে দেবে, দেশে বিদেশে কর্মসংস্থানে ব্যবস্থা হবে সেটি নিশ্চিত করতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব আয়োজন তরুণদের নিয়ে। আজকের উন্নয়ন মেলাও তরুণদের জন্য। এ মেলা তাদের জন্যই উৎসর্গ করলাম। তারাই উন্নয়নের মাধ্যমে দেশ গড়বে। এই উন্নয়ন যেন গ্রামপর্যায়েও ছড়িয়ে পড়ে সেই বার্তা পৌছে দেবে আজকের তরুণ প্রজন্ম।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/ এআর /