ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

১৭ কেজি স্বর্ণ আত্মসাত

তিন পুলিশ সদস্যের ৫ বছরের দণ্ড

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:০১ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ক্ষমতা অপব্যবহার করে প্রায় ১৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ আত্মসাতের মামলায় তিন পুলিশ সদস্যের ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান এ রায় দেন। দুদকের পরিদর্শক আসিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিতর হলেন- রাজধানীর রামপুরা থানার সাবেক এসআই মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল মো. আকাশ চৌধুরী, কনস্টেবল ওয়াহিদুল ইসলাম। তাদের প্রত্যেককে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আর তাদের সোর্স মাহফুজ আলম রনিকে ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সাড়ে সাত কোটি টাকার (১৭.৪ কেজি) স্বর্ণ আত্মসাত করেছেন।

/ এআর /