ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ভারতে পেট্রল-ডিজেলের দাম কমানো হলো

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ভারতে পেট্রল-ডিজেলের দাম কমানো হলো। দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এ ঘোষণা দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে জ্বালানিতে দাম কমানোর কথা ঘোষণা করেন তিনি।

পেট্রল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই প্রতি লিটারে আড়াই টাকা করে দাম কমানো হয়েছে। এর মধ্যে কেন্দ্র প্রতি লিটারে দেড় টাকা করে অন্তঃশুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, তেল সংস্থাগুলি লিটার প্রতি ছাড় দেবে এক টাকা করে। এর ফলে ক্রমবর্ধমান জ্বালানির দামে খানিকটা হলেও লাগাম টানা গিয়েছে বলে মনে করছেন দেশটির অনেকেই। কিছুটা হলেও স্বস্তি পেলেন ভারতের মানুষ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, তিন রাজ্যের নির্বাচনের আগেই এটি একটি বড় সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে।

তথ্যসূত্র: আনন্দবাজার।

এসএইচ/