ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

চলতি সংসদের শেষ অধিবেশন ২১ অক্টোবর শুরু

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

চলমান জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আগামী ২১ অক্টোবর রোববার বসছে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। এটি হবে চলতি সংসদের সর্বশেষ অধিবেশন।

আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্মসূচি চূড়ান্ত হবে। এই অধিবেশনটি সর্বোচ্চ পাঁচ দিন চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, এরআগে সংসদের ২২তম অধিবেশন ২০ সেপ্টেম্বর শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল ১০টি।

এসএইচ/