ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত শাহবাগে অবরোধ থাকবে না

প্রকাশিত : ১১:০৬ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

আগামীকাল শুক্রবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষার জন্য শাহবাগে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবরোধ থাকবে না। এই সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা রাস্তায় যানজট নিয়ন্ত্রণে কাজ করবেন। মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকম জামাল উদ্দীন এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবারের মহাসমাবেশ বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শাহবাগে আসেন। তিনি আন্দোলনকারীদের শাহবাগ থেকে সরে গিয়ে জাদুঘরের সামনে আন্দোলন করার অনুরোধ করেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের পদত্যাগ দাবি করেন।

উল্লেখ্য, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড। বৃহস্পতিবার এ আন্দোলনকে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ হিসেবে আখ্যায়িত করেন তারা। মঞ্চের মুখপাত্র নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকম জামাল উদ্দীন। রাত সোয়া ৮টায় শাহবাগে সংবাদ সম্মেলন করে তিনি ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এসএইচ/