ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ

প্রকাশিত : ০৮:২৭ এএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:২৮ এএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ আজ শুক্রবার। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাদ জুমা এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এর সভাপতিত্ব মহাসমাবেশে জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

এরই মধ্যে মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও লঞ্চে করে ঢাকায় প্রবেশ করেছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহাসমাবেশ থেকে পীর সাহেব চরমোনাই জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। পাশাপাশি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে কর্মসূচিও ঘোষণা করবেন।

পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ক্ষমতার মেয়াদ শেষপ্রান্তে উপণীত হলেও আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে, তা এখনও পরিষ্কার হয়নি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে, ইসলামী আন্দোলন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এসএ/