ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৮:১৭ এএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওয়াহিদ মিয়া (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জে বাজার থেকে বাড়িতে ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ওয়াহিদ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আউশকান্দি বাজার থেকে হাট বাজার করে একটি সিএনজিতে করে বাড়িতে ফিরছিল ওয়াহিদ। এ সময় বাড়ির রাস্তায় যাওয়া মাত্রই প্রকাশ্যে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে ওয়াহিদকে কুপিয়ে জখম করলে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//