ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

চীনে মাটির নিচে বিশাল হোটেল

প্রকাশিত : ১১:৩২ এএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

১৮ তলা একটি হোটেলের ১৬ তলাই মাটির নিচে। কল্পনা করা যায়! হুম, সত্যিই তাই। চীনের সাংহাই শহরের কাছে সংজিয়াং জেলার খনি অঞ্চলে নির্মাণ করা হচ্ছে ১৮ তলা একটি হোটেল। হোটেলটির ১৬ তলাই থাকবে মাটির নিচে। উপরে থাকবে মাত্র দুটি তলা। ৫০ হাজার বর্গমিটার আয়তনের পরিত্যক্ত একটি পাথর কোয়ারির ওপর এটা নির্মাণ করা হচ্ছে। হোটেলটির কক্ষ সংখ্যা ৩৩৬টি।

সব কক্ষ নিয়ে করা হবে আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল। নির্মাণাধীন এ হোটেলটির কাজ প্রায় শেষপর্যায়ে। মজার বিষয় হচ্ছে, নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই কক্ষ বুকিং শুরু হয়ে গেছে। ২০১৯ সালের মধ্যে সব কক্ষই বুকিং হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

হোটেলটির সাইনবোর্ডে নাম ‘শিমাও ওয়ান্ডারল্যান্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেল’। ডাক নাম ‘ডিপ পিট হোটেল’। আর এই নামেই তার বৈশিষ্ট্যের আভাস পাওয়া যায়। ২০১৮ সালের মে মাসে এটি উদ্বোধন করার কথা ছিল। নির্মাণকাজ শেষ না হওয়ায় এর উদ্বোধন পিছিয়ে দেয়া হয়। আশা করা হচ্ছে, চলতি বছরের মধ্যেই এর কাজ শেষ হবে। সেক্ষেত্রে ২০১৯ সালের প্রথম দিকেই চালু হতে পারে দৃষ্টিনন্দন হোটেলটি।

সূত্র : চীন ডেইলি

এসএ/