ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

সুনামিতে ইন্দোনেশিয়ায় নিহত ১৫৭১, উদ্ধার কাজ চলছে

প্রকাশিত : ১১:৫০ এএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ১২:২৯ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭১ জনে। ভিটেহারা হয়েছেন অন্তত ৭০ হাজার মানুষ। সুনামির পর দেশটিতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ডের তথ্য মতে, ভূমিকম্প ও সুনামির কারণে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭১ জনে। গতকাল শুক্রবার তার এ তথ্য সরবরাহ করে। 

এছাড়াও ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আক্রান্ত এলাকায় প্রায় ৮৫৫ জনের  মেডিক্যাল টিম কাজ করছে। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

পালু শহরের পার্কগুলো উদ্ভাস্তু ক্যাম্পে পরিণত হয়েছে। কেননা আক্রান্ত পরিবারগুলো এখানে এসে আশ্রয় গ্রহণ করেছে। 

অনেকে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। অনেকে আবার সাহায্যের জন্য অপেক্ষা করছে। আক্রান্ত এলাকায় যে সাহায্য পাঠানো হচ্ছে তা পর্যাপ্ত নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

এদিকে উদ্ভাস্তুরা বলছে, আমরা বেঁচে আছি এবং ঘুমাতে পারছি তাতেই খুশি। তবে তাদের অধিক সাহায্যের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি হয়। সুনামিতে সৃষ্ট প্রায় ২০ ফুট উঁচু ঢেউ পালু শহরকে ভাসিয়ে দেয়। ভূমিকম্প ও সুনামির ফলে হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

সূত্র: আল-জাজিরা

এমএইচ/