ঢাকা, রবিবার   ১৬ জুন ২০২৪,   আষাঢ় ১ ১৪৩১

‘অবুঝপনা’ নিয়ে এলেন হাবিব (ভিডিও)

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ নিয়ে নতুন গান এলেন ‘অবুঝপনা’। কানাডার অন্টারিওতে চিত্রায়িত নতুন গানের মিউজিক ভিডিও বাজারে এসেছে। প্রথম ধাপে বাংলালিংক ভাইবে মুক্তির পর ৩০ সেপ্টেম্বর হাবিবের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে এই গানটি মুক্তি পেয়েছে।

সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। গানটিতে অভিনয়ও করেছেন হাবিব। প্রবাসী দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প ফুটে উঠেছে এই মিউজিক ভিডিওটিতে। এতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন কানাডা প্রবাসী তরুণী ফারিয়া নুজহাত।ভিডিওটি নির্মাণ করেছেন নাফিজ রাশিদ। গানটি প্রযোজনা করেছেন হাবিব নিজেই।

 গানটি শুনুন নিচের লিঙ্কে

কেআই/