ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

যুদ্ধের থেকেও বেশি মানুষ মারা যান আত্মহত্যায়

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

দিনের পর আত্মহত্যার প্রবণতা বাড়ছে। প্রতি ৪০ সেকেন্ডে একটি করে প্রাণ ঝড়ে যাচ্ছে আত্মহত্যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার তথ্য অনুযায়ী এমনটাই জানা যায়৷ প্রত্যেক বছর প্রায় আট লাখ মানুষ আত্মহত্যা করেন।

আরও একটি আশ্চর্যের বিষয় যুদ্ধক্ষেত্রের প্রায় দ্বিগুণ পরিমান মানুষ মারা যান আত্মহত্যা করে৷ গবেষণার তথ্য অনুযায়ী, সারা পৃথিবীতে সন্ত্রাস, যুদ্ধের তারণে অনেক মানুষ নিহত হন৷ কিন্তু, তার থেকেও বেশি মানুষ আত্মহত্যার কারণে মারা যান৷

তথ্য অনুযায়ী, ২০১৬ সালে আত্মহত্যা করেছিল আট লাখ ১৭ হাজার ১৪৮ জন৷ অন্যদিকে, সন্ত্রাস ও বিবিদ কারণে মৃতের সংখ্যা তিন লাখ ৯০ হাজার ৭৯৪ জন৷ বিশ্ব জুড়ে আত্মহত্যার সংখ্যাতে রয়েছে যথেষ্ট ভিন্নতা৷ ভারত, ইউকে, ইউএসের মত দেশগুলিতে আত্মহত্যার সংখ্যা ছিল চোখে পড়ার মত৷ ২০১৫ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) রির্পোট অনুযায়ী, ভারতে ১.৩৩ লক্ষ মানুষ সুইসাইড করেছিল৷ যাদের মধ্যে আবার ৪২,০৮৮ জন নারী৷

আত্মহত্যা বিষয়টিই ভীষণ জটিল৷ হতাশা, আঘাত, অতিরিক্ত চাপ ইত্যাদি বিষয়গুলির মিলিত প্রভাব সুইসাইডের প্রবণতাকে বাড়িয়ে তোলে৷ সুইসাইডের এই তথ্য অনেকটা অ্যালার্মের মত৷ বেশ কিছু এনজিও বিষয়টি নিয়ে তৎপরতা দেখিয়েছে৷ মানুষকে হতাশা, আঘাতের মত বিষয়গুলি থেকে সরিয়ে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করছে৷

তথ্যসূত্র: কলকাতা ২৪ ঘণ্টা।

এসএইচ/