ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

‘জাতির পিতা বৈষম্য নিরসনে সংগ্রাম করেছেন’

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ০৬:১৫ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। পাকিস্তান নামক দেশটি আমাদের শোষণ করতো। আমাদের প্রতি বঞ্ছনা করতো। পাকিস্তান আমাদের সঙ্গে বৈষম্য করতো। সেই বৈষম্য থেকেই জাতির পিতা দেশকে স্বাধানী করেছিলেন।

আজ শনিবার বিকেলে তিনি গণভবনে লায়ন্সের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পাকিস্তান সব সময় আমাদের সঙ্গে বৈষম্য করেছেন । বিশেষ করে সব খাত এটা করেছে। আর বৈষম্য নিরসে জাতির পিতা সংগ্রাম করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদি চিন্তা থাকতে হয়। আর এজন্য ১০০ বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা দারিদ্র্যের হার কমাতে সক্ষম হয়েছে। এখন দারিদ্র্যের হার ২১ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, দেশকে আমাদের উন্নয়ন করতে হবে। আমরা জঙ্গিদমন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছিলাম। সেটা আমরা করেছি।

এসএইচ/