ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩১

যুদ্ধ চলছে, পরামর্শ নয় : এরদোগান

প্রকাশিত : ০৯:১১ এএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার

তুরস্কের মন্ত্রিসভার সদস্যদেরকে মার্কিন পরামর্শক কোম্পানি ‘ম্যাককিনসে এন্ড কোম্পানি’র কাছ থেকে পরামর্শ গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

গতকাল শনিবার তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এরদোগান এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে তুরস্কের অর্থনৈতিক যুদ্ধ চলছে; কাজেই শত্রুর কাছ থেকে পরামর্শ গ্রহণ করা যাবে না।

তিনি তার মন্ত্রীদের বলে দিয়েছেন তারা যেন যুক্তরাষ্ট্রের কনসাল্টিং ফার্মের কাছ থেকে পরামর্শ গ্রহণের পরিবর্তে অভ্যন্তরীণ সক্ষমতার দিকে বেশি নজর দেন।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে, তুরস্কের চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে দেশটির কর্তৃপক্ষ নিউ ইয়র্ক-ভিত্তিক কনসালটিং ফার্ম ‘ম্যাককিনসে’র শরনাপন্ন হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত তুরস্কের জাতীয় মুদ্রা লিরার মান শতকরা ৪০ ভাগ নেমে গেছে। দেশটির সরকার বিরোধী দলগুলো এ ঘটনার সরকারের তীব্র সমালোচনা করছে।

তারা বলছে, মার্কিন কোম্পানির কাছে দেশের অর্থনৈতিক গোপন তথ্য হস্তান্তরের কারণেই লিরার মানের অবনমন হয়েছে।

সূত্র: পার্সটুডে

এমএইচ/