ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

আগামী ৫ বছর পুঁজিবাজারের জন্য চ্যালেঞ্জিং: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২:১৪ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ১২:২৫ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার

আগামী ৫ বছর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময়ে সতর্কতার সঙ্গে বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

আজ শনিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সরকারের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা সুবিধা পাবেন। আর যদি ব্যহত হয় তবে ফের ঝুঁকি সৃষ্টি হবে।

তিনি বলেন, শক্তিশালী পুঁজিবাজারের ভিত সৃষ্টি হয়েছে। তবে দেশে দু’বার পুঁজিবাজারে ধ্বস নেমেছে। এটি নিয়ে বিনিয়োগকারীরা চিন্তিত।

শেয়ারবাজারে অর্থলগ্নিকারীদের নিজের বিবেচনা থেকে বিনিয়োগের আহবান জানিয়ে এম এ মুহিত বলেন, বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে।   

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মাহবুবুল আলম।

/ এআর /