ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়নি মেডিকেল বোর্ডের: বিএসএমএমইউ পরিচালক

প্রকাশিত : ০২:২০ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০২:২১ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার

খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের দেখা হয়নি। তাঁরা আগের ব্যবস্থাপত্র পর্যবেক্ষণ করেছেন। নতুন করে পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত আগের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। এসব তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ পরিচালক বলেন, খালেদা জিয়ার চিকিৎসা যেভাবে চলছিল সেভাবেই চলবে। আগের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা চলবে।

বিএনপির নেত্রীর স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা যে অবস্থায় হাসপাতালে এসেছেন তেমনি আছেন। কোনো পরিবর্তন নেই।

তাকে অন্য কোনো হাসপাতালে নেওয়ার প্রয়োজন আছে কি-না এ বিষয়ে মেডিকেল বোর্ডের বক্তব্য জানতে চাইলে হাসপাতালের পরিচালক বলেন, না, তাঁর সঠিক চিকিৎসা এখানেই হবে।

খালেদা জিয়ার আইনজীবীরা যে ফিজিওথেরাপিস্ট ও গাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার দাবি করেছেন সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কী করবে এমন প্রশ্নে জবাবে আবদুল্লাহ আল হারুন বলেন, বিষয়টি মেডিকেল বোর্ড বিবেচনা করবে।

/ এআর /