ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ফুলের ব্যবসা জমজমাট

প্রকাশিত : ০৯:৩২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৪৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার

বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে সামনে রেখে জমে উঠেছে ফুলের ব্যবসা। রাজনৈতিক পরিস্থিতি ভালো হওয়ায় এবছর ফুলের বিক্রি ভালো বলে জানালেন ব্যবসায়ীরা। এই মৌসুমে রাজধানীর আগাঁরগাওয়ের পাইকারি বাজারে প্রায় ৪ কোটি টাকার ফুল হবে বলে ধারনা করছেন তারা। bosontoরাতভর দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি ভারত থেকেও ফুল আসে আগারগাঁওয়ের এই ফুলের বাজারে। গোলাপ, রজনীগন্ধা, গাঁদাসহ বাহারি নানা রঙের ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বছরের অন্য সময়ের তুলনায় ফেব্রুয়ারি মাসে বসন্তবরণ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠে এই ফুলের বাজার। এবার রাজনৈতিক অস্থিরতা না থাকায় ফুলের বাজার ভালো বলে জানালেন ব্যবসায়ীরা। ভালোবাসা দিবসে গোলাপের চাহিদা বেশি হলেও বসন্তবরণে গাদা ও রজনীগন্ধার চাহিদাই বেশি। এবছর বাজারে পর্যাপ্ত ফুল আসায় দাম নাগালের মধ্যে রয়েছে ক্রেতাদের।