ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

আমরা মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫:২০ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। সারাদেশের মানুষের উন্নয়নে আমরা কাজ করছি। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজের সুবর্ণজন্তী উৎসব ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সময় আজ সোমবার তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, আমাদের উপজেলায় ডাক্তার থাকেন না। আমরা প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল করছি। বিভিন্ন জেলার হাসপাতালগুলো ২৫০ শয্যার করে দিয়েছে। এমন এমন কোনো হাসপাতাল রয়েছে-যেখানে অপারেশনস থিয়েটার রয়েছে। কিন্তু ডাক্তার নেই, সার্জার নেই, নার্স নেই। এরকম অবস্থা। এমনটা হতে পারে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা শুধু, নৌপথ, স্থলপথ, রেলপথ বা আকাশ পথের উন্নয়ন করি নাই। এছাড়াও আমরা তথ্য প্রযুক্তির উন্নয়ন করেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। জাতির পিতার স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়বো।

এসএইচ/