অধ্যাপক মাহবুবের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৫০ লাখ টাকা অনুদান
প্রকাশিত : ১১:৪০ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহা-পরিচালক অধ্যাপক মাহবুবুর রহমানের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন।
সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই সহায়তার চেক গ্রহণ করেন অধ্যাপক মাহবুবের স্ত্রী আলেয়া ফেরদৌসী।
অধ্যাপক মাহবুব দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কেআই/ এসএইচ/