ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

জেলখানায় ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতার মৃত্যু

প্রকাশিত : ০১:৪১ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্যর্থ হত্যা চেষ্টার অভিযোগে আটক এক রাজনীতিবিদের মৃত্যু হয়েছে। সরকার এটিকে আত্মহত্যা বললেও ফার্নানডো আলবান (৫৬) নাম ওই নেতার অনুসারীরা বলছেন তাঁকে হত্যা করা হয়েছে।

গত শুক্রবার আলবানকে কারাকাসের একটি জেলে নিয়ে যাওয়া হয় বলে তার আইনজীবী পক্ষ থেকে বলা হয়েছে। ওই জেলেই তার মৃতদেহ পাওয়া যায়। কারা কর্তৃপক্ষের দাবি আলবান আত্মহত্যা করেছেন। তবে আলবানের পরিবার ও অনুসারীরা এটিকে পরিকিল্পিত হত্যাকান্ড বলে  দাবি করছে।  

আলবানের স্ত্রীর ভাষ্য, ‘এর আগেও আমার স্বামীর বিরুদ্ধে মিত্যা অপবাদ দেওয়া হয়েছে। মিথ্যা অপবাদের ওপর ভিত্তি করে তাকে ফাঁসানো হয়েছে। আজকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো।’ তিনি এর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি করেন।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা চেষ্টার একই অভিযোগে সন্দেহভাজন দু’ ডজনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়।

সূত্র: ইউএনবি

এমএইচ/