ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

ঝুঁকিপূর্ণ যাত্রী ছাউনি সংস্কারের দাবি জানাল জাবি ছাত্রলীগ 

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঝুঁকিপূর্ণ যাত্রী ছাউনি সংস্কারের দাবি জানিয়েছে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল।  

বুধবার বিকেলে যাত্রী ছাউনিটি সংস্কারের জন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ সময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা যাত্রী ছাউনির চারপাশে লাল ফিতা বেঁধে দেয়। যাতে কেউ সেখানে না যায়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘প্রায় দেড় বছরের বেশি সময় ধরে এ যাত্রী ছাউনিটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। মানুষ যেন এই ঝুঁকিপূর্ণ যাত্রীছাউনি ব্যবহার না করে সেজন্য আমরা লাল ফিতা বেঁধে বিপদ সংকেতের চিহ্ন লাগিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন বিষয়টি সম্পর্কে জেনেছে। আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।’  

এ সময় শাখা ছাত্রলীগের প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।   

কেআই/এসি