ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা

খালেদার জামিন ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৩ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি মামলাটিতে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। এরপর পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বিএনপি নেত্রীকে। মামলায় খালেদা জিয়াকে ১২ মার্চ হাইকোর্ট চার মাসের জামিন দেন। কিন্তু পরবর্তীতে কয়েক দফা তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।

একে//