ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

তারেকের সাজার প্রতিবাদে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৬ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বহুল আলাচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজা হওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির জৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সিএমএম কোর্টের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলটি দীর্ঘসময় স্থায়ী হয়নি। দ্রত শেষ হয়ে যায়।

মিছিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ঢাকা মহানগর দক্ষিণ, কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে এই ‌‌‘ফরমায়েশি’ রায় প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গতকাল বুধবার তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১৯ জনের। বাকি ১১ আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়। বিএনপি এ রায় প্রত্যাখ্যান করেছে।

/ এআর /