ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

সিঁথির ঢাকায় ফেরার খবর ভিত্তিহীন!

প্রকাশিত : ০৩:০১ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ঢাকায় আসছেন।একটি গণমাধ্যমসহ ফেসবুকে এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে সে খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান। বৃহস্পতিবার সকালে এ কথা জানান তিনি।

একটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লন্ডন থেকে সিঁথি ঢাকায় ফিরছেন জানিয়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের লন্ডন এয়ারপোর্টের ছবিও পোস্ট করেছেন। তাতে লেখা হয়, ‘কারাগারে অসুস্থ (চিকিৎসাধীন) সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী। তাকে বিদায় জানাতে উপস্থিত দেশ নায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান।

গতকাল লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ময়নুল ইসলামও একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, শর্মিলা রহমান সিঁথি এখনও ঢাকায় পৌঁছাননি।

এ বিষয়ে শায়রুল কবীর খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের খবর আমার জানা নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা খবর।

আরকে//