ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

‘বিএনপি একটি সন্ত্রাসী দল’

প্রকাশিত : ০২:০২ পিএম, ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:৪৫ পিএম, ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার

‘২১ আগস্টের রায়ে এটাই প্রমাণ হয়েছে যে- বিএনপি একটি সন্ত্রাসী দল। এর আগেও কানাডার আদালত টেরোরিস্ট দল হিসেবে তাদের আখ্যা দিয়েছে। এখন এ রায়ের মাধ্যমে তা আরও পরিষ্কার হয়েছে।’

এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বেলা ১১টায় পদ্মা সেতুর শরীয়তপুর-মাদারীপুর সীমান্তবর্তী এলাকায় কাজের অগ্রগতি দেখতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী। তার ফাঁসি হওয়া উচিৎ। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতে জড়িত ছিলেন। তাকেও বিচারের আওতায় আনা উচিত।’

মন্ত্রী বলেন, ‘আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত আনার চেষ্টা করা হবে।’

বিএনপির নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কিনা তারাই ভালো জানে। তবে তারা নির্বাচনের ব্যাপারে সকালে এক কথা, দুপুরে এক কথা ও সন্ধ্যায় আরেক কথা বলে। তাদের কথার কোনো ঠিক নাই।’ 

তিনি বলেন, ‘১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর আসার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে আসতে পারবেন না। আগামী ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের নানা কর্মসূচিতে অংশ নিতে আসবেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতির উদ্বোধন ও পরিদর্শন করবেন এবং জনসভায় বক্তব্য রাখবেন।’

 

এ সময় পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, শরীয়তপুরের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম তার সঙ্গে ছিলেন।

এসএ/