ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

‘আমি নোংরা রাজনীতির শিকার’

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার

চিত্রনায়িকা আঁচল। ‘ভুল নামের একটি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। শুরু থেকে এ পর্যন্ত বেশ কিছু চলচ্চিত্র উপহার দিলেও বর্তমানে তাকে দেখা যাচ্ছে না রঙিন পর্দায়। তবে বড় পর্দায় তাকে না দেখা গেলেও ছোট পর্দায় দেখা দিচ্ছেন তিনি। এরই মধ্যে ‘ইন্দুবালা নামে নতুন একটি ওয়েব সিরিজে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। এটি নির্মাণ করবেন অনন্য মামুন।

আচল অভিনীত সিনেমার মধ্যে রয়েছে- ‘বেইলি রোড’, ‘ভালোবাসার রংধনু’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ‘ফাঁদ’, ‘কিস্তিমাত’, ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’, ‘বোঝে না সে বোঝে না’, ‘এপার ওপার’, ‘মেন্টাল’, ‘আড়াল’সহ আরও বেশকয়েকটি। এ পর্যন্ত তিনি শাকিব খান, আরিফিন শুভ, ইমনসহ বিভিন্ন নায়কের বিপরীতে অভিনয় করেছেন।

‘অনেকটা স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে এই অঙ্গনে আসা আচল হঠাৎ করে কেনো আড়ালে চলে গেলেন’- এমন প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে জানালেন অনেক অজানা কথা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিল্মে কাজ করতে গিয়ে একটা সময় আমি নোংরা রাজনীতির শিকার হয়েছি। একের পর এক সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু শুটিংয়ের আগেই খবর আসে, আমার জায়গায় অন্য কাউকে নেওয়া হয়েছে। ফেরত দিতে হয়েছে সাইনিং মানিও। এসব মেনে নিতে পারছিলাম না। আর এখন তো নতুন সিনেমার সংখ্যা অনেক কম। পেশাদার প্রযোজকরাও তেমন কাজ করছেন না। সামনে তাই বুঝে শুনে নতুন কিছু সিনেমাতে কাজ করতে চাই। সংখ্যা বাড়ানোর জন্য কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হতে চাই না।

ওয়েব সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারই প্রথম ব্যতিক্রমী একটা কাজের সঙ্গে যুক্ত হলাম। অনেক চমক থাকবে এখানে। এমনিতে বাসায় বসে ইন্টারনেটে বেশকিছু ওয়েব সিরিজ দেখা হয়েছে। তবে ‘ইন্দুবালা’র কাহিনী একটু ভিন্ন ধরনের। এই ওয়েব সিরিজের কাজে রোববার কলকাতায় যাচ্ছি। এখানে জনপ্রিয় অভিনেত্রী তিশা, নায়ক এবি এম সুমন, তারিক আনামসহ আরও অনেকে কাজ করছেন। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।’

আঁচল আরও বলেন, ‘বেশ কয়েকটি পর্বের শুটিং হবে কলকাতায়। এখানে আমাকে দর্শকরা সিআইডি পুলিশের চরিত্রে দেখতে পাবে। বলতে গেলে অপরাধী এবং গোয়েন্দা পুলিশকে কেন্দ্র করেই কাহিনীটা এগিয়ে যাবে। অপরাধীর চরিত্রে তিশা এবং গোয়েন্দা পুলিশের চরিত্রে আমি অভিনয় করব।’

সবশেষ আঁচল তারেক শিকদারের ‘দাগ’ এবং ছটকু আহমেদের ‘এক কোটি টাকা’ সিনেমাতে বছর খানেক আগে কাজ করেছেন। তাই বলা যায় বিরতি ভেঙ্গে নতুন কাজে ফিরছেন তিনি।

এসএ/