ধর্মীয় উৎসব স্বরসতী পূজা আগামী কাল
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:৩৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্বরসতী পূজা কাল। মন্ডপ আর শিক্ষা প্রতিষ্ঠানে হবে দেবীর আরাধনা। দেশের অন্যান্য স্থানো মতো শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর প্রতিমা কারিগররা। দেবীর গায়ে দিচ্ছেন রং তুলির শেষ আঁচড়।
বিদ্যার দেবী স্বরসতীকে স্বাগত জানাতে প্রস্তুত সবাই।
শেষ সময়ে যেন দম ফেলার সময় নেই রাজবাড়ীর প্রতিমা শিল্পীদের। আকার এবং মান অনুযায়ি, প্রতিটি প্রতিমা বিক্রি হচ্ছে ৫শ’ থেকে ৮-৯ হাজার টাকায়। প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায়, লাভ কম হলেও এই কাজ করে সন্তুষ্ট কারিগররা।
এদিকে, দেবীর আশির্বাদের অপেক্ষায় শিক্ষার্থীরা। রাজবাড়ী জেলা পূজা উদযাপন কমিটি জানিয়েছে, পূজার সব প্রস্তুতি শেষ হয়ে। নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও।
এবার রাজবাড়ীর পাঁচটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় দুই হাজার মন্ডপে স্বরসতী পূজা হবে।
বিদ্যার দেবী স্বরসতীকে স্বাগত জানাতে প্রস্তুত সবাই।
শেষ সময়ে যেন দম ফেলার সময় নেই রাজবাড়ীর প্রতিমা শিল্পীদের। আকার এবং মান অনুযায়ি, প্রতিটি প্রতিমা বিক্রি হচ্ছে ৫শ’ থেকে ৮-৯ হাজার টাকায়। প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায়, লাভ কম হলেও এই কাজ করে সন্তুষ্ট কারিগররা।
এদিকে, দেবীর আশির্বাদের অপেক্ষায় শিক্ষার্থীরা। রাজবাড়ী জেলা পূজা উদযাপন কমিটি জানিয়েছে, পূজার সব প্রস্তুতি শেষ হয়ে। নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও।
এবার রাজবাড়ীর পাঁচটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় দুই হাজার মন্ডপে স্বরসতী পূজা হবে। 