ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ঘুষের টাকা জোগাড় করতে ভিক্ষায় নামতে হয়েছে ভারতের ১ কিশোরকে

প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৮ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ০২:০৫ পিএম, ২৮ আগস্ট ২০১৬ রবিবার

মৃত কৃষক পিতার ক্ষতিপূরণের অর্থ তুলতে ঘূষ দাবি করায় ভিক্ষায় নামতে হয়েছে ভারতের তামিলনাড়–র এক কিশোরকে। গেল বছরে ফেব্রুয়ারীতে মারা যায় ৪৫ বছর বয়সী কোলানজি। কৃষকের সামাজিক নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী ১২হাজার ৫শ’ রুপি পাওয়ার কথা তার পরিবারের। কিন্তু তার ছেলে টাকার জন্য গেলে কর্তৃপক্ষ ৩ হাজার রুপি ঘুষ দাবি করে। না দিলে চেক স্বাক্ষর হবেনা বলে জানিয়ে দেয়া হয়। এরপর ঘুষের টাকা জোগাড়ে ভিক্ষায় নামে সে। ভিক্ষার ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় নড়ে চড়ে বসে প্রশাসন। তবে ঘুষের কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ।