ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

রূপকথার গল্পের ‌‘আকাশ মহল’ এ এবার ইমন ও আইরিন

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

দেশে যখন প্রেম কিংবা বিজ্ঞান গল্পনির্ভর চলচ্চিত্রই বেশি নির্মিত হচ্ছে। ঠিক তখনই রূপকথা নিয়ে হাজির হচ্ছেন নায়ক ইমন ও নায়িকা আইরিন।

নতুন এ চলচ্চিত্রটির নাম ‌‘আকাশ মহল’। এটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন ব্যবসাসফল নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

ছবিটিতে ইমন কাঠুরিয়ার চরিত্রে অভিনয় করছেন ও রাজকন্যা হিসেবে আছেন আইরিন। আকাশের ওপরে থাকা এক মহল নিয়েই ছবির গল্প। আর এ কারণে এর নাম ‘আকাশ মহল’। ছবির গল্প প্রসঙ্গে এমনটাই জানালেন ইমন।

আর নিজের চরিত্র নিয়ে বললেন, ‘ফ্যান্টাসি জাতীয় গল্প। এতে আমি কাঠুরিয়া। যার সঙ্গে প্রেম হয় আকাশ মহলের রাজকন্যার। রূপকথায় যে গল্প শুনতে আমরা পছন্দ করি, ঠিক তেমনই এটি। আজ (১৪ অক্টোবর) থেকে বিএফডিসিতে ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে।

আরকে//