ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

অবশেষে জিম্বাবুয়ে দল ঢাকায়

প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:২৫ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আজ সকালে ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২৩ সদস্যের দলটি। বাকি আছেন আরও তিনজন। তারা বিকেল সোয়া ৫টা নাগাদ ঢাকা পৌঁছাবেন। আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলা থাকায় দলের সাথে আসতে পারেননি তারা।

দুই দিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ করেছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা থেকেই বাংলাদেশে এসেছেন হ্যামিলটন মাসাকাদজারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে দলটি। দক্ষিণ আফ্রিকা জিতেছে ২-০ ব্যবধানে। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বলা যায়, খালি হাতে আত্মবিশ্বাসের ঘাটতি রেখে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুইয়ানরা।


বাংলাদেশের বিপক্ষে ১৯ অক্টোবর বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। মূল সিরিজ শুরু হবে ২১ অক্টোবর। মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ২৪ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ। এই ভেনুতেই ২৬ অক্টোবর হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। সব ম্যাচ শুরু হবে বেলা ২টায়।

টিআর/