ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসি মাহবুব

প্রকাশিত : ০৯:৩২ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার হঠাৎ করে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।একের পর এক বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট ও আন-অফিসিয়াল (ইউও) নোট দিয়ে আলোচনায় আছেন তিনি। হঠাৎ এই সফরের ফলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশনের সদস্যদের বৈঠকে থাকা হচ্ছে না তার।

আগামী ২০ অক্টোবর মাহবুব তালুকদারের ঢাকা ছাড়ার কথা। ৩০ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে তার। সেখানে তিনি মেয়ে আইরিন মাহবুবের কাছে অবস্থান করবেন। নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্রে এসব জানা গেছে।

এছাড়াও সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম কমিশনার মাহবুব তালুকদারের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আগামী ২০ থেকে ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্র সফর করবেন। এটা হবে তার ব্যক্তিগত সফর। এ সময় তিনি দেশীয় মুদ্রায় আর্থিক সুবিধা পাবেন। থাকবেন মেয়ে মিসেস আইরিন মাহবুবের কাছে।

আরকে//