ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

গাজীপুরের গোলাপী পদ্মে মুগ্ধ দর্শনার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ১১:৩৬ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

গোলাপী পদ্ম সৌন্দর্যে রআভা ছড়াচ্ছে গাজীপুরের চিলাই বিলে। জলজ ফুলের রাণীর আকর্ষণে রোজ সেখানে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। বিলের আশপাশের এলাকা সংরক্ষণ করে পর্যটক-বান্ধব করে গড়ে তোলার দাবি স্থানীয়দের।

বর্ষায় জন্ম; তবে শরতেই পূর্ণতা পায় জলজ ফুলের রাণী পদ্ম। গ্রামবাংলার বিল-ঝিলে প্রকৃতির শারদীয় স্নিগ্ধতা বাড়িয়ে দেয় বাহারী রঙের এ ফুল। 

গাজীপুরের চিলাই বিলে যেনো ফুলেল চাদরের বিছানা পেতে রেখেছে প্রকৃতি। নয়নাভিরাম এ দৃশ্য দেখতে রোজই বিলপাড়ে আসেন অসংখ্য দর্শনার্থী।

জেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরের বিলটি পর্যটকবান্ধব করার দাবি তাদের। 

পর্যটন সম্ভাবনাময় এই এলাকাকে চিহ্নিত করে, সংরক্ষণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

কর্তৃপক্ষের সুদৃষ্টিতে চিলাই বিল হতে পারে অন্যতম দর্শনীয় স্থান, এমনটা মনে করেন স্থানীয়রা।