ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

ভোটার সবচেয়ে বেশি ঢাকা-১৯, কম ঝালকাঠি-১ আসনে

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ১১:৩৮ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।তালিকা অনুযায়ী দেশের সবচেয়ে বেশি ভোটার আছেন ঢাকা-১৯ (সাভার) আসনে। এখানে মোট ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন। আর সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ (রাজাপুর, কাঁঠালিয়া) আসনে। এই আসনটিতে ভোটার ১ লাখ ৭৮ হাজার ৭৮৫ জন।

ইসি সূত্র জানাচ্ছে, এবারের মোট ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন ভোটারের মধ্যে পরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন। সে হিসাব অনুযায়ী, দেশের ৩শ’ সংসদীয় আসনে গড় ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩০১ জন।

এ ব্যাপারে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ইতোমধ্যে ৩০০ আসনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি আসনের ভোটার তালিকার সফট কপি সিডিতে করে ইসির অঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

ইসি সূত্র জানায়, ৩০০ আসনের ভোটার সংখ্যা পর্যালোচনা করে দেখা গেছে, দুইটি আসনে ভোটার সংখ্যা ৭ লাখের বেশি। আসন দুইটি হলো, ঢাকা-১৯ ও গাজীপুর-২। এর মধ্যে ঢাকা-১৯ আসনে ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন আর গাজীপুর-২ আসনে ভোটার ৭ লাখ ৪৫ হাজার ৮৪১ জন। এরপর ৬ লাখের বেশি ভোটার রয়েছে দুইটি আসনে, আটটি আসনে ভোটার সংখ্যা ৫ লাখের বেশি, ৪ লাখের বেশি ভোটার রয়েছে শতাধিক আসনে। এছাড়াও ৩ লাখের বেশি ভোটার রয়েছে দেড় শতাধিক আসনে। অন্যদিকে চারটি আসনে ২ লাখের কম ভোটার রয়েছে।

আরকে//