আদর্শহীন-দলছুট নেতাদের নিয়ে ঐক্য, ব্যর্থ হয়ে ঘরে ফিরতে হবে: নাসিম
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদের সঙ্গে বিএনপি সদ্য ঘোষিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আদর্শহীন ও দলছুটদের নিয়ে ঐক্য করেছে বিএনপি।
আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম বলেন, যাদের ভোট নেই তাদের সঙ্গে ঐক্য করে লাভ নেই। এই ঐক্য ব্যর্থ হয়ে ঘরে ফিরবে।
তিনি বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন নির্বাচন যথাসময়ে হবে। কেউ ঠেকাতে পারবে না।
যারা নীতি কথা বলেন, সুশীল সাজেন তারাই দেশে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিলেন এমন মন্তব্য করে ১৪ দলের মুখপাত্র বলেন, যারা ওয়ান ইলেভেনের অগতান্ত্রিক সরকারকে সমর্থন দিয়ে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল তাদের সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছে বিএনপি। ওয়ান ইলেভেনের এই কুশীলবদের নিয়ে কোনো ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না।
এ সময় সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়াসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:মাহবুব তালুকদারের সরে দাঁড়ানো উচিত : নাসিম
/ এআর /