ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

এই প্রথম এক সঙ্গে বাপ্পা-রাহুল

প্রকাশিত : ১০:২৮ এএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বাপ্পা মজুমদার ও রাহুল আনন্দ। দুজনই নিজে নিজে অবস্থানে দেশের জনপ্রিয় ও শীর্ষ সঙ্গীত তারকা। সম্প্রতি তারা ভিন্ন ধরণের পরিকল্পনা নিয়ে এক সঙ্গে কাজ করলেন। এই প্রথম তারা যৌথভাবে একটি মিশ্র অ্যালবামে সুরকার হিসেবে কাজ করছেন। অ্যালবামের নাম ‘অচিনপুরের গান’।

ফিউশন, ফোক ও মেলো-রোমান্টিক গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। এতে বাপ্পা মজুমদার ও রাহুল আনন্দের পাশাপাশি থাকছে পার্থ বড়ূয়া, হাসান আবিদুর রেজা জুয়েল, সাহস মুস্তাফিজসহ ছয় শিল্পীর গান। সবগুলো গানের কথা লিখেছেন শেখ রানা ও সাবরিনা সুলতানা।

এরই মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘বৃষ্টি মুখর দিন’ এবং হাসান আবিদুর রেজা জুয়েলের কণ্ঠে ‘চলে যাওয়া দিন’ শিরোনামের দুটি গান রেকর্ড করা হয়েছে। দুটি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। শেখ রানার কথায় এবং তার সুর-সঙ্গীতের তৃতীয় গানটিতে কণ্ঠ দেবেন পার্থ বড়ূয়া। রাহুল আনন্দের সুর-সঙ্গীতে গাইবেন সাহস ও আরও একজন কণ্ঠশিল্পী।

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘একক গানের প্রকাশনা বাড়লেও অ্যালবামের আবেদন এখনও শেষ হয়ে যায়নি। কারণ একটি অ্যালবামের মধ্য দিয়ে নানা ধরনের গান প্রকাশের সুযোগ থাকে। এ অ্যালবামের ভিন্ন ধাঁচের বেশ কিছু আধুনিক ও মাটির গানের মিশ্রণ থাকছে। সব মিলিয়ে অ্যালবামটি অন্যরকম হবে বলেই আশা করছি।’

রাহুল আনন্দ বলেন, ‘বাপ্পা মজুমদারের সঙ্গে একই অ্যালবামে কাজের অভিজ্ঞতা এই প্রথম। এখানে আমি এবং জলের গানের সদস্যরা একসঙ্গে গাইব। পাশাপাশি আমার সুরে আরও দু’জন শিল্পী গাইবেন লোকগান। এ গানগুলো চিরায়ত লোকগানের মতো নয় বরং জলের গানের মতো বলেই উল্লেখ করতে চাই। শ্রোতারা মাটির গানের সুবাস খুঁজে পাবেন- এমন কিছু গান সুর করার চেষ্টা করছি। এখন শ্রোতাদের ভালো লাগলেই এ প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে।’
এস এ/