শুনে নিন আইয়ুব বাচ্চুর সেরা গানগুলো
প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন আইয়ুব বাচ্চুর ঘনিষ্ঠজন ও এলআরবি’র সদস্য শামীম।
একুশে পরিবারের পক্ষ থেকে এই গুনি শিল্পীর প্রতি গভীর শোক প্রকাশ করা হলো। নিচে তার গাওয়া কিছু জনপ্রিয় গানের ভিডিও দেওয়া হলো :
সেই তুমি (চল বদলে যাই) -
আমি কষ্ট পেতে ভালোবাসি -
এক অাকাশের তারা তুই একা গুনিসনে -
সেই তুমি কেন এতো অচেনা হলে -
আরও যত গান -