ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

ইইউর ৭ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সিইসির ব্যক্তিগত কর্মকর্তা একেএম মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন বৃটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি।

একে//