ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

‘ঐক্য ছাড়লে স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে’

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘জাতীয় ঐক্য থেকে যারা ছিটকে যাবে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।ইতিহাস তাদের ধিক্কার দিবে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন।সম্মিলিত ছাত্র ফোরাম এ প্রতিবাদ সভার আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, আজকে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আমরা আছি সেখানে। বামদলগুলো যে দাবিনামা পেশ করেছে, সেটা আমাদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এমনকি চরমোনাই পীরসাহেবও যে দাবি উত্থাপন করেছেন সে দাবিগুলো আমাদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই সঙ্গতিপূর্ণতা থাকার পরও যারা ঐক্য থেকে ছিটকে পড়বে। তারা মূলত ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

আরকে//