ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

সিরিয়া সংঘাত নিরসনে বৈঠকে চার ক্ষমতাধর রাষ্ট্র

প্রকাশিত : ০৪:২১ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৭:৩২ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

বিশ্বের ক্ষমতাধর চার দেশের প্রধানরা তুরস্কের ইস্তাম্বুল শহরে এক বৈঠকে বসছেন। সিরিয়া সংঘাতকে কেন্দ্র করে আগামী ২৭ অক্টোবর রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও তুরস্কের রাষ্ট্রপ্রধানরা এই বৈঠকে বসবেন।

শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

যৌথ প্রচেষ্টার মাধ্যমে সিরীয় সঙ্কটের সমাধানই চার দেশের প্রধানের এই বৈঠকের লক্ষ্য। তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র ইব্রাহীম কালিন বলেন, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের সাম্প্রতিক অবস্থা ও সংঘাত নিরসনে রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে।

আরকে//