ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

কবি ওমর আলীর আজ ৭৯তম জন্মদিন

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার

একুশে পদকপ্রাপ্ত কবি ওমর আলীর ৭৯তম জন্মদিন আজ। কবি ওমর আলী ১৯৩৯ সালের ২০ অক্টোবর শহরের দক্ষিণের দুর্গম চরশিবরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ৩ ডিসেম্বর সদর উপজেলার পদ্মা নদী তীরবর্তী প্রত্যন্ত কোমরপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন তিনি। গুণী এই মানুষ পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।
কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। মৃত্যুর পর ২০১৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। তার ৪৩টি কাব্যগ্রন্থ ও ২টি উপন্যাস রয়েছে। ২০১৩ সালের ২০ অক্টোবর সমকালে `অর্থাভাবে কবি ওমর আলীর চিকিৎসা হচ্ছে না` শিরোনামে খবর প্রকাশিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এককালীন দুই লাখ টাকা সহায়তা দেন। এ ছাড়া তার চিকিৎসার দায়িত্ব নেন ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শামীম আহমেদ।

মৃত্যুর পর তৃতীয় জন্মদিন পালনের জন্য পাবনার ফোল্ডার কবিতা সংগঠনসহ বেশ কয়েকটি সংগঠন আজ সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এসএ/