জাতির পিতা শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ০৫:৫১ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি শিক্ষার মাধ্যমে জাতিকে উন্নত করতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, জাতির পিতা শিক্ষার উন্নয়নে কাজ করে গেছেন। সংবিধানে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছিলেন।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা করেছি। আমরা শিক্ষানীতি তৈরি করি। আমরা মানুষের মধ্যে শিক্ষার আগ্রহ বাড়াতে কাজ করেছি।
এসময় শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
এসএইচ/